ঢাকা (রাত ৩:৫২) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সুবর্ণচর উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার দুপুর ০২:৫৫, ১৫ মে, ২০২০

রিয়াজ উদ্দিন রুবেল, সুবর্ণচর উপজেলা প্রতিনিধিঃ সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ একজন সেবিকা(নার্স) করোনায় আক্রান্ত হয়েছে। উপজেলায় এই প্রথম করোনা রোগী সনাক্ত। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা সিভিল সার্জন। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে সুবর্ণচর উপজেলা এতদিন করোনা মুক্ত ছিল। সর্বশেষ আজ শুক্রবার সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সেবিকার (নার্স) করোনা পজেটিভ এসেছে। সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়লা সুলতানা জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৫ বছরের একজন সেবিকা (নার্স) করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার ঐ নার্স সহ ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার সকালে নমুনা পরিক্ষায় ঐ নার্সের করোনা পজেটিভ আসে। বর্তমানে ঐ নার্সকে হাসপাতালের কোয়াটারে আইসোলেশনে রাখা হয়েছে। তার শ্বাস কষ্ট রয়েছে। নোয়াখালী জেলা সিভিল সার্জনের তথ্য মতে নোয়াখালী জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৭ জন। যার মধ্যে বেগমগঞ্জে ৫১ জন, সদরে ১৬ জন, সোনাইমুড়ী ১১ জন, হাতিয়া ৫ জন, চাটখিল ৫ জন, কোম্পানীগঞ্জ ০১ জন ও সুবর্ণচর উপজেলায় ০১ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩ জন। এদের মধ্যে সোনাইমুড়ী ০১ জন, সেনবাগ ০১ জন ও বেগমগঞ্জে ০১ জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT