সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার রাত ১০:৪৯, ৭ জুলাই, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ও রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী নাহিদুল ইসলাম আবু জাহিদের নেতৃত্বে ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয় এর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আহবানে বাংলাদেশকে প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিত্রাণের জন্য মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিত পালন করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে বিদ্যালয়ের শহিদ মিনারে পেছনে থেকে শুরু করলেও মাঠের একপাশে বৃক্ষরোপন কর্মসূচী উদ্ধোধন করেন বংশীকুন্ডা উত্তর আওয়ামী যুব লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী উছমান বাদল ও ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি- প্রাত্ত্যন চেয়ারম্যান আবদুস সাত্তার। আরও উপস্থিতি ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মী ও সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সদস্য- আলী হোসেন পলাশ। মধ্যনগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি- হিতেন্দ রেমা, সহকারী শিক্ষক-প্রবীর বিশ্বাস, নুরনবী তালুকদার, আবু বক্কর সিদ্দিক, কুরবান আলী সাধু ইউপি সদস্য,রমজান ইউপি সদস্য মাহফুজ,কাদির প্রমুখ। এই সময় ছাত্রলীগ নেতা আবু জাহিদ সবার উদ্দেশ্য করে বলেন, জাতির ক্রান্তিলগ্নে সবসময় মানুষের পাশে থাকা পরিবেশ ও প্রকৃতি রক্ষার দৃপ্ত শপথ হওক মুজিব বর্ষের অঙ্গীকার। তারই প্রেক্ষিতে মুজিব বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও নির্দেশনা মোতাবেক ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি।