সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সভায়- এমপি রতন
মোঃ কামরুজ্জামান শনিবার রাত ০৯:৩৪, ১১ জুলাই, ২০২০
মোবারক হোসাইন, ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি: সামাজিক দুরত্ব বজায় রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মুনতাসির হাসান পলাশ। প্রধান অতিথি ছিলেম সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি বাংলাদেষ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর সুনামগঞ্জ জেলা প্রকৌশলী মো. সবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব, ধর্মপাশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ধর্মপাশা পাউবো সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ফেরদৌসুর রহমান, প্রবীর বিজয় তালুকদার, মো. সেলিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে প্রমূখ। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর অধীনে হাওরে ফসল রক্ষা বাধ ও নদী খননের কাজ সম্পন্ন হয়েছে। আগামীতে আর ভাল কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ড এর কর্ম পরিকল্পনা অনুযায়ী প্রকল্প গ্রহণ করা হবে। এমপি রতন আরও বলেন, হাওরাঞ্চল মানুষের পাশে থাকতে হবে, মাননীয় প্রধান মন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হাওরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রতিটি কাজ সুষ্ট ও সুন্দর ভাবে পরিচালনার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ জানান তিনি।