সুনাই নতুন বাজারে প্রতিপক্ষের দা এর কোপে আহত ১
মোঃইবাদুর রহমান জাকির,সিলেট রবিবার বিকেল ০৫:০০, ২০ সেপ্টেম্বর, ২০২০
প্রতিপক্ষের দায়ের কোপে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউ/পির সীমান্তবর্তী নওয়াগ্রামের বাসিন্দা এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৯টার দিকে মৌলভী বাজারের বড়লেখা উপজেলার সুনাই নতুন বাজারে এ ঘটনা ঘটে। আহতের নাম এমাদ হোসেন চৌধুরী (২৭)। সে মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামের মুক্তিযোদ্ধা মৃত টুনু মিয়া চৌধুরীর ছোট ছেলে।
স্থানীয়রা জানান, এমাদ পিয়াজী দোকানে বসে চানা-পিয়াজু খাওয়ার সময় হঠাৎ করে নওয়াগ্রামের মৃত ফরিজ আলীর ছেলে শামসুজ্জামান(সামই) ধারালো দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে৷ আহত এমাদকে ৩ কোপ মারে সে। দায়ের কোপে মাথা ও মুখে মারাত্মকভাবে জখম হয় এমাদের। এসময় উপস্থিত জনতা আহত এমাদকে শামসুজ্জামানের হাত থেকে রক্ষা করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ার জন্য তাকে সিলেটে প্রেরণ করা হয়। বর্তমানে সে সিলেট এম. এ. জি ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে বড়লেখা থানার শাহবাজপুর পুলিশ ফাঁড়ির এসআই রতনের নেতৃত্বে একদল পুলিশ এসে ঘটনাস্থল থেকে আসামী শামসুজ্জামান (সামই)কে গ্রেফতার করে বড়লেখা থানার প্রেরণ করেন। তার বিরুদ্ধে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও জেল হাজতে প্রেরণ করা হয়ছে।
আহত এমাদের ভাই রাহাত আহমদ চৌধুরী বলেন, আমার ভাইকে খুন করার জন্য আসামী শামসুজ্জামান এসে এলোপাতাড়ি ভাবে ধারালো দা দিয়ে কোপাতে থাকে। আল্লাহর হুকুমে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার অবস্থা তেমন ভাল নয়। আমি আসামীর জোড়ালো শাস্তি দাবি করতেছি।
বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর সরদার বলেন, আসামী শামসুজ্জামানকে গ্রেফতার করে জেল হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।