ঢাকা (দুপুর ২:৪৪) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৪২, ৩০ এপ্রিল, ২০২১

সিলেট ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেল্পার নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের চকের বাজারে এ দুর্ঘটনা ঘটে।এতে আহত হয়েছেন অপর গাড়ীর চালক ও হেলপার। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি তামাবিল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের উপজেলার দয়ামীর ইউনিয়নের চকের বাজারে সিলেটগামী ট্রাক ঢাকামেট্রা (ট- ২২ -৭০১২) ও  ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো শ-১১-২২৬৪) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এসয় সিলেটগামী ট্রাকের চালক হবিগঞ্জ জেলার সাইস্তাগঞ্জ উপজেলার আরশ আলী (৪২) ও একই গাড়ির হেলপার শাহজাহান মিয়া (৫৪) নিহত হন। এ ঘটনায় ঢাকাগামী ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে তামাবিল হাইয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে ও আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইয়ে পুলিশের এসআই আমির হোসেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT