ঢাকা (বিকাল ৫:৫২) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সিলেট ‘জাউয়া বাজার উপজেলা চাই’ এই দাবিতে ইতালিতে বাস্তবায়ন কমিটি গঠন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার রাত ১১:৩৮, ২৮ জুলাই, ২০২০

 সিলেটের ‘জাউয়া বাজার উপজেলা চাই’ ইতালিতে জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে, সুমন আহমেদ সভাপতি, মাসুদ আহমেদ সাধারণ সম্পাদক ও মাসুদ আলী কে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ স্থানীয় চিলি রেস্টুরেন্টে, এওর আহমেদ এর সভাপতিত্বে এবং রাজু আহমেদ এর পরিচালনায় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার অন্তর্গত দক্ষিণ খুরমা ইউনিয়ন, ভাত গাঁও ইউনিয়ন, সিংচাপইড় ইউনিয়ন, চরমহল্লা ইউনিয়ন এবং জাউয়া বাজার ইউনিয়নের ইতালি প্রবাসীদের নিয়ে দীর্ঘদিনের স্বপ্ন জাউয়া বাজার উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে, পাঁচটি ইউনিয়নের ৭ জন প্রতিনিধি যথাক্রমে, ফজলুর রহমান, এওর আহমেদ, নিজাম উদ্দিন, সুজন আহমেদ, আশিক মিয়া, মাসুদ আহমেদ ও শামসু মিয়ার নেতৃত্বে এবং উপস্থিত সকলের ঐক্যমতে অনুষ্ঠানের সভাপতি এওর আহমেদ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ দীর্ঘ চল্লিশ বছরের গণদাবি জাউয়া বাজার উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT