ঢাকা (সকাল ৬:১৯) শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সিলেট এমসি কলেজের ছাত্রী হল থেকে ঝুলন্ত ছাত্রীর লাশ উদ্ধার

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২৯, ২৬ মে, ২০২২

সিলেটের প্রাচীন বিদ্যাপিঠ এমসি কলেজের ছাত্রী হল থেকে স্মৃতি রানি দাস (২০) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার দুপুরে নগরের টিলাগড়স্থ হোস্টেলের চারতলার ৪০৩ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

স্মৃতি ইংরেজি বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের যুগল কিশোর দাসের মেয়ে।

তথ্য নিশ্চিত করে শাহপরাণ রহ: থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি স্মৃতি রানী আত্মহত্যা করেছে। তবে আত্মহননের কারণ কী, সেটি এখনো বলা যাচ্ছে না।

ওসি বলেন, লাশ উদ্ধারের পর স্মৃতির অভিভাবকদের খবর দিলে তারা সিলেটে আসেন। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হোস্টেলের কয়েকজন ছাত্রী জানান, স্মৃতি রানী নতুন ছাত্রী হলের ৩০৭ নম্বর কক্ষে সহপাঠীদের সাথে থাকতেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত তাকে কক্ষে থাকতে দেখেন সহপাঠীরা। এরপর যে যার মতো ঘুমাতে যান। সকালে ঘুম থেকে ওঠে ওই কক্ষের সহপাঠীরা স্মৃতিকে সিটে না পেয়ে দরজা খুলতে যান। কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ পাওয়া যায়।

পাশের কক্ষের সহপাঠীদের সহযোগিতায় দরজা খোলা হয়। তখনো তাকে পাওয়া যাচ্ছিল না। পরে হলের চতুর্থ তলায় ৪০৩ নম্বর কক্ষে স্মৃতির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে হল সুপারকে জানান তারা। হল সুপার বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT