সিলেটে সামাজিক দূরত্ব বজায় রাখতে ৫টার পর মার্কেট বন্ধ
মোঃ কামরুজ্জামান রবিবার দুপুর ০১:০৫, ৫ এপ্রিল, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: রবিবার (৫ এপ্রিল) বিকাল ৫টার পর ওষুধের দোকান ব্যতীত সকল ‘দোকান’ বন্ধ রাখার কড়া নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।সম্প্রতি সিলেটের জনসাধারণ বিনা কারণে রাস্তায় বের হচ্ছে, দোকানপাটে অযথা ভীড় জমাচ্ছেন।সেই বিষয়টি মাথায় রেখে করোনা প্রতিরোধের লক্ষেই শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি এ নির্দশনা জারি করেন। সিলেট জেলা প্রশাসকের নির্দশনা জারি পাঠকদের জন্য হুবহুব তুলে ধরা হলো:- সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বর্তমানে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও কেউ কেউ বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন এবং বিভিন্ন দোকানপাটে ভিড় করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে আগামী ০৫/০৪/২০২০ তারিখ হতে বিকাল ৫.০০ ঘটিকার পর ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ থাকবে। সকাল থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এবং সার বীজ ও কীটনাশক এর দোকান খোলা থাকবে। স্বাক্ষরিত: কাজী এমদাদুল ইসলাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট।