ঢাকা (রাত ৪:৫৪) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেটে নতুন করে আরো ১৩ করোনা রোগী সনাক্ত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১০:২৬, ২২ এপ্রিল, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেটে আরো ১৩ করোনা রোগী সনাক্ত। ২২ এপ্রিল বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২য় তলায় স্থাপিত ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রিপোর্ট আসে ১৩৪ জনের।

রিপোর্টে ১২১ জনের রিপোর্ট নেগেটিভ আসলেও ১৩ জনের রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ সিলেটে আরো ১৩ জন করোনা রোগী নতুন করে যুক্ত হলো।এর মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ৫ জন ও সুনামগঞ্জের ৪ জন রয়েছেন।এই নিয়ে সিলেটে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।

বর্তমানে সিলেটের চার জেলায় করোনা রোগী রয়েছেন ১৯ জন। ২২ এপ্রিল আরো ১৩ জন যুক্ত হয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩২ জনে দাঁড়ালো। এর আগে ২১ এপ্রিল হবিগঞ্জে সনাক্ত হয় আরো ২ করোনা রোগী। এর আগে ২০ এপ্রিল হবিগঞ্জে আরো ১০ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

হবিগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত হন ১১ এপ্রিল । এই নিয়ে হবিগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা ১৩ জন। সুনামগঞ্জে বহিরাগত ১ করোনা রোগী আসায় এই জেলায় রোগীর সংখ্যা ৩ জন এবং সিলেটে রয়েছেন আরো ৩ জন করোনা রোগী। এই নিয়ে সিলেটে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

তালিকা অনুযায়ী, সুনামগঞ্জে পালিয়ে আসা একজন নিয়ে মোট ৩জন, সিলেটে ৩ জন এবং হবিগঞ্জে মোট ১৩ জন। নতুন আক্রান্ত ১৩ জনের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT