ঢাকা (রাত ১:২৭) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সিলেটে ডাকাতির মামলায় ডাকাত আটক

সিলেট জেলা ২৩৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:১৭, ২২ জুন, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর উপশহর এলাকা থেকে এক ডাকাতকে দক্ষিণ সুরমা থানার পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাকিবুল মিয়া শাকিল (৩৫) নামের ওই ‘ডাকাত’ সুনামগঞ্জের শাল্লা থানার শ্রীহাইল গ্রামের বাসিন্দা।

গত রোববার বিকালের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শাকিলকে দক্ষিণ সুরমা থানায় চলতি বছরের ২৮ জানুয়ারি দায়েরকৃত একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ওই ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

শাকিলের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘দক্ষিণ সুরমায় ওই ডাকাতির ঘটনায় শাকিলসহ ১০ জন আন্তঃজেলা ডাকাত সদস্য জড়িত ছিলেন।’ সোমবার (২২ জুন) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, ‘শাকিলকে আদালতে হাজির করা হলে তিনি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’

তিনি আরো জানান, ‘শাকিল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি, মৌলভীবাজারের বড়লেখায় একটি, সুনামগঞ্জের শাল্লায় একটি ও সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি মামলা রয়েছে।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT