সিলেটে জীবাণুনাশক টানেল এখন কুকুরের দখলে
মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার বেলা ১২:৩১, ১১ জুন, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের স্থাপন করা জীবাণুনাশক টানেল এখন কুকুরের দখলে। দেখে মনে হয় তারা শান্তিতে ঘুমাচ্ছে। গত ২৪ ঘন্টায় ছবিগুলি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই হাসপাতাল নিয়ে সমালোচনার অন্ত নেই। দেখা যায় জীবানুনাশক টানেলের ভিতর কুকুর ঘুমাচ্ছে আর “কোভিড-১৯” পরীক্ষা করতে আসা রোগীরা পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সিলেটের প্রথম করোনা হাসপাতাল ও আইসোলেশন সেন্টার এটি। ৭ ফুট উচ্চতা আর ৫ ফুট প্রস্থের টেনেলে ভেতরে ঢুকলে চারপাশ থেকে শরীরে স্প্রে হবে জলমিশ্রিত সোডিয়াম হাইপোক্লোরাইট। হালকা কুয়াশার মতো গায়ে এসে লাগবে এই মিশ্রণ। ৪-৫ সেকেন্ড, সেই টানেল বা বক্সে ঢুকা ব্যক্তি জীবাণুমুক্ত হয়ে বের হয় সেখান থেকে।