ঢাকা (রাত ৪:১২) শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
শিরোনাম

সিলেটে করোনার নতুন রেকর্ড; ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ৭৩৬ জন



বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫ জন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে এত মৃত্যু দেখেনি সিলেট। এর পূর্বে গত ২৬ জুলাই একদিনে ১৪ জনের সর্বোচ্চ মৃত্যু দেখে সিলেট বিভাগ।

এছাড়াও মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৭৩৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যা বিভাগটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকাল মঙ্গলবার সিলেটে একদিনে সর্বোচ্চ ৭০৮ জনের করোনা শনাক্ত হয়। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৭৩৬ জনে দাঁড়ালো।

বুধবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৭৩৬ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ৬৫৪ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৮০০ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩২২ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৩৪৭ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১০৭ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৭৩৬ জন করোনা আক্রান্ত রোগীর ২৮৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১১৬ জন, হবিগঞ্জের ৫৪ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২২৫ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

সিলেটে বিভাগে বুধবার দৈনিক শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। যার ৩৮ দশমিক ২৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ৩৮ দশমিক ৮০ শতাংশ, হবিগঞ্জে ৪১ দশমিক ২২ শতাংশ ও মৌলভীবাজারে ৪০ দশমিক ৯৮ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১৭ জন রোগী।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT