ঢাকা (দুপুর ২:৫৬) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার

সিলেটে এস আলম গ্রুপের পক্ষ থেকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ

সিলেট জেলা ২৩৮৬ বার পঠিত

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট Clock রবিবার রাত ১০:২২, ১৯ জুলাই, ২০২০

আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন বর্তমানে বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ এক দুর্যোগময় সময় অতিক্রম করছে। করোনাভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রধান উপকরণ অক্সিজেন এর সমস্যা প্রকট হয়ে দেখা দেয়। অক্সিজেনের সরবরাহ নিশ্চিতকরণ ও চিকিৎসা সেবা সহজীকরণের মাধ্যমে আতংক দূর করে মানুষকে স্বস্তি দিতে হবে। তাই এস, আলম গ্রুপের সিলেটের ৩টি হাসপাতালের জন্য ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদানের মাধ্যমে মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি নেমে এসেছে।

তিনি বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনা সংকট থেকে উত্তোরন পাবার পাশাপাশি স্বাভাবিক জীবন ফিরে পাবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এস আলম গ্রুপের অর্থায়নে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) মাধ্যমে আনুষাঙ্গিক যন্ত্রপাতিসহ ৩টি হাসপাতালে মোট ৫০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার এসএমসিসিআই এর হল রুমে এস আলম গ্রুপের অর্থায়নে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতাল ও সিলেট বক্ষব্যাধি হাসপাতালে আনুষাঙ্গিক যন্ত্রপাতিসহ মোট ৫০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজের পক্ষে সহকারী পরিচালক, ডা.আবুল কালাম আজাদ,শহিদ সামসুদ্দিন হাসপাতালের পক্ষে আর,এম ও ডা. জন্মেজয় দত্ত, সিলেট বক্ষব্যাধী হাসপাতালের পক্ষে ডা. এহসান।

এসএমসিসিআই এর সহ-সভাপতি মাওলানা খায়রুল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজের পক্ষে সহকারী পরিচালক, ডা.আবুল কালাম আজাদ, এসএমসিসিআই এর প্রাক্তণ ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও সাইক্লোন সিলেট এর সভাপতি জাবেদ আহমদ, যুগ্ম পরিচালক মোঃ আব্দুল বারী, এস,আলম গ্রুপের প্রতিনিধি হিসাবে ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের ইভিপি ও আঞ্চলিক প্রধান কাজী মোতাহার হোসেন, ভি,পি ও সিলেট শাখা ম্যানেজার ফয়সাল আহমদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাসিম আহমদ চৌধুরী, এসএমসিসিআই এর প্রাক্তণ সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক মোঃ ইলিয়াছুর রহমান, মাহবুবুর রহমান, প্রাক্তন পরিচালক আলিম উস সাদাত চৌধুরী, মোয়াম্মির হোসেন চৌধুরী, সুমেয়াত নুরী চৌধুরী জুয়েল, সদস্য জুমাদিন আহমদ, সহকারী অধ্যাপক আবুল কাশেম প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন মোয়াম্মির হোসেন চৌধুরী ও সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এস.আলম গ্রুপের প্রতিনিধি ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের কাজী মোতাহার হোসেন এর নিকট অভিনন্দন ও কৃতজ্ঞতা পত্র প্রদান করে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও এসএমসিসিআই এর সহ-সভাপতি মাওলানা খায়রুল হোসেন। অনুষ্ঠান শেষে সিলেটের মেডিকেল যন্ত্রপাতি সরবরাহকারী দেশ ট্রেডার্স এর সৌজন্যে উপস্থিত সবাইকে কেএন ৯৫ মাস্ক উপহার দেয়া হয়।

উল্লেখ্য বাংলাদেশ ব্যাংক চট্রগ্রাম এর নির্বাহী পরিচালক সিলেটের কৃতি সন্তান মোহাম্মদ আহমদ আলী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর আহবানে এস আলম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সাইফুল ইসলাম মাসুদ সিলেটের হাসপাতালসমূহে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদানের জন্য ৯ লক্ষ ৭৫ হাজার টাকা সিলেট মেট্রোপলিটন চেম্বারকে অনুদান প্রদান করে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT