সিলেটের শহর ও গ্রামে করোনার ভয়াল থাবা ২৪ঘন্টায় শনাক্ত সাড়ে ৭শ
মোঃইবাদুর রহমান জাকির শুক্রবার রাত ০৯:৩৪, ৬ আগস্ট, ২০২১
সিলেটে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। পরিস্থিতি এতই কঠিন হয়ে দাঁড়িয়েছে যে শহর থেকে গ্রাম পর্যন্ত করোনার ভয়াল থাবা, এখন সরকারি– বেসরকারি হাসপাতালেও মিলছে না সিট। আর আইসিইউ যেন হয়ে উঠেছে সোনার হরিণ।
বিভাগে গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১৬ জনের মৃত্যু হয়েছে । যা বিভাগে একদিনে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত বুধবার ২০ জনের মৃত্যু সিলেটে একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া ২৮ ও ৩০ জুলাই ১৭ জন করে মৃত্যু ছিল দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া শেষ ২৪ ঘন্টায় বিভাগে এই ভাইরাসে নতুন আরও ৭৫৮ আক্রান্ত শনাক্ত হয়েছেন।
আজ শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে সিলেট জেলার ১৩ জন, হবিগঞ্জ জেলার ২ জন এবং সুনামগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৭৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬২৫ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৬২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ৩৮.৫৪ শতাংশেরই করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ৪২.৪৩ শতাংশ, সুনামগঞ্জে ২৫.৬৩ শতাংশ, হবিগঞ্জে ৩৭.৫০ শতাংশ এবং মৌলভীবাজারে ৩৫.৬৩ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ৭৫৮ জনের মধ্যে ৪৬৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫১ জন, হবিগঞ্জের ৫১ জন এবং মৌলভীবাজার জেলার ১৯১ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭ হাজার ৫৮৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ১১৩ জন, হবিগঞ্জে ৫ হাজার ৩০০ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ২২১ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১০৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮৯ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৪৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৫৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৮ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২৭ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ২৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৬০ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৫৪ জন, হবিগঞ্জ জেলার ২১ জন এবং মৌলভীবাজার জেলার ৪০ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৩২ হাজার ৫০১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ২৬৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫০৫জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৩৬ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৯৫ জন সুস্থ হয়েছেন।