ঢাকা (দুপুর ২:৪০) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেটের চার জেলায় করোনার ভয়ঙ্কর থাবা বিরাজমান

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার দুপুর ০১:৪৩, ১২ মে, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেটের চার জেলায় ভয়ঙ্কর হয়ে থাবা বিরাজমান প্রাণঘাতী করোনায়। রোববার সিলেটের ল্যাবে কোন আক্রান্ত শনাক্ত না হলেও সোমবার এসে ফের ভয়াবহ হয়ে উঠেছে এ ভাইরাসটি। এরই ধারাবাহিকতায় সোমবারের (১১ মে) রিপোর্টে সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও ঢাকায় সিলেট বিভাগের আরও ১৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩ জনের এবং ঢাকার আইইসিডিআর ল্যাবে আরও ১৪ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। সিলেট ল্যাবের রিপোর্টের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। এছাড়া মৌলভীবাজার ও সুনামগঞ্জের সিভিল সার্জন ও হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন স্ব স্ব জেলার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।তাদের দেয়া তথ্য মতে জানা গেছে- সর্বশেষ হিসেব অনুযায়ী মৌলভীবাজারের ৮ জন, হবিগঞ্জের ৭ জন, সুনামগঞ্জ ও সিলেটের একজন করে করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৭ জনে। জানাযায় সিলেটের চার জেলার মধ্যে সিলেট জেলায় ১২ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জের ১১ জন নিয়ে মোট ৩৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। তবে মৌলভীবাজারে এখনও কেউ সুস্থ্যতা লাভ করেন নি।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT