সাবেক মেয়র কামরানকে এয়ার এম্বোলেন্স যোগে ঢাকা সিএমএইচ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে
মোঃ কামরুজ্জামান রবিবার সন্ধ্যা ০৭:৫৫, ৭ জুন, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কয়েকদিন বাসায় আইসোলেশনে থাকার পরে গতকাল (শনিবার ৬জুন) অবস্থার অবনতি হলে সিলেট শহীদ সামসুদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি হন। আজ ৭জুন রবিবার সকালে সাবেক মেয়রের পরিবার মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোনে সাবেক মেয়র কামরানের শারিরীক অবস্থার অবনতির কথা জানালে,তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করলে তিনি কামরানকে এয়ার এম্বোলেন্স যোগে ঢাকা সিএমএইচ হসপিটালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এজন্য আজ বিকালে যেকোন সিলেট শহীদ সামসুদ্দীন আহমদ হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচ হাসপাতালের উদ্দেস্যে এয়ার এম্বোলেন্স যোগে নিয়ে যাওয়া হবে।এই বিষয়ে কামরান পরিবার মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সবার কাছে দুয়া কামনা করেন।