ঢাকা (রাত ৩:০২) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাপাহারে ২৩ কেজি ওজনের মূর্তির মাথা সহ ভাঙ্গা মূর্তি উদ্ধার

গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) Clock বৃহস্পতিবার বিকেল ০৫:৪৮, ২৭ মে, ২০২১

নওগাঁর সাপাহারে কালো পাথরের একটি ভাঙ্গা মূর্তি উদ্ধার করেছে সাপাহার থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোয়ালা ইউনিয়নের কোচকুড়লিয়া গ্রামে অভিযান চালায়। পরে একটি পুকুর পাড় হতে একটি মূর্তির মাথা সহ ৬ খন্ড মূর্তির দেহের অংশবিশেষের পাথর পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার ওজন ২৩ কেজি ২৪০ গ্রাম।

ভগ্ন মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে ধারণা করছেন পুলিশ। এটি একটি প্রাচীন মূর্তি বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে ভাঙ্গা মুর্তিটি থানা হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উদ্ধারকৃত মূর্তি সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT