ঢাকা (সকাল ৭:২৯) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সাদেক মেমোরিয়ালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাদেক মেমোরিয়ালের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock বৃহস্পতিবার সকাল ১১:৫৩, ২ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্ডেন এন্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন। এসময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন ফুলিয়ে উদ্বোধন করা হয়।

সাদেক মেমোরিয়ালের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

উদ্বোধনীতে ইউএনও বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা একটি জাতির জন্য অপরিহার্য। শিশুদেরকে পড়াশোনার পাশাপাশি এগুলোর সাথে যুক্ত করতে হবে। তাহলে তাদের মন ভালো থাকবে, লেখাপড়ায় মনোযোগী হবে এবং তারা বিপথে যাবে না।

সাদেক মেমোরিয়ালের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান বলেন, খেলাধুলায় যেমন প্রতিযোগিতা রয়েছে তেমনি রয়েছে মানুষ হিসাবে প্রয়োজনীয় গুণাবলী অর্জনের সুযোগ।

জয়-পরাজয় মেনে নেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত মানসিকতা তৈরি হয়।আমাদের একেবারে ছোট শিশু থেকে সকলকে উৎসাহিত করতে হবে এবং সুযোগ সৃষ্টি করে দিতে হবে।

সাদেক মেমোরিয়ালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাদেক মেমোরিয়ালের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল কাদিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, সহকারি শিক্ষা অফিসার হাদিউল ইসলাম, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT