ঢাকা (রাত ১:০৪) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাত দিনের মধ্যে আসছে নতুন বিধিনিষেধ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:০৪, ৪ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসে সংক্রমণ ঊর্ধ্বগামী হওয়ায় দেশে কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহন ও সামাজিক অনুষ্ঠান সীমিত করাসহ বিধিনিষেধ আগামী সাত দিনের মধ্যে আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তবে পরিস্থিতি খারাপ হলে লকডাউনের চিন্তা মাথায় আছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এসব তথ্য দেন।

তিনি বলেন, “আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কারণ সংক্রমণ যেভাবে বেড়ে যাচ্ছে তাতে ১৫ দিন অনেক সময়। তাই আমরা আজ বলেছি, সাত দিনের মধ্যে বিধিনিষেধ প্রয়োগ করতে হবে। মন্ত্রিপরিষদ সচিবও একমত হয়েছেন।”

এর আগে, সোমবার রাতে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, সংক্রমণ রোধে রেস্তোরাঁয় বসে খাওয়ার জন্য টিকা সনদ বাধ্যতামূলক করা হবে।

মন্ত্রী বলেন, “টিকা নেননি এমন কোনো ব্যক্তিকে যদি কোনো রেস্টুরেন্ট সেবা দেয় তাহলে সেই রেস্টুরেন্টকে জরিমানা করা হবে। প্রাথমিকভাবে ১৫ দিন সময় দেওয়া হবে, তারপর সিদ্ধান্ত কার্যকর করা হবে।”

এছাড়া, গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কেউ মাস্ক ছাড়া গণপরিবহনে উঠলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলে জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT