ঢাকা (বিকাল ৫:২০) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় দুস্কৃতকারীদের পিটুনিতে সাবেক ইউপি সদস্য নিহত

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বুধবার রাত ০৯:০৬, ১ জুন, ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার বুরুঙ্গী গ্রামের সাবেক ইউপি সদস্য, মোজাফ্ফর হোসেন (৭৫) দুস্কৃতকারীদের হাতে নিহত হয়েছেন।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ গাইবান্ধা মর্গে প্রেরণ করেছে।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, মোজাফ্ফর হোসেন গত সোমবার তার ছেলের স্ত্রীকে নিয়ে ছেলের সাথে বিরোধ মিমাংসা করার জন্য মহিমাগঞ্জ যাওয়ার পর নিখোঁজ হন। পরদিন মঙ্গলবার ভোরে বুরুঙ্গী মাদ্রাসার পাশে গুরুতর আহত অবস্থায়, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে ভর্তি করে। সেখানে মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় শহিদুল ইসলাম ও ওয়াহেদ নামে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি ধারণা করছেন, দুস্কৃতকারীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ির অদুরে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT