সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ সোমবার রাত ০২:১০, ২৪ আগস্ট, ২০২০
কথিত সাংবাদিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা-ডিবি পুলিশের একটি দল।
গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল দোতরাবোনা এলাকার মো. খোরশেদ আলী ও মোসা. জায়েদা বেগমের ছেলে মো. জয়নাল আবেদিন রনি (২২), একই এলাকার মো. নওশাদ আলী ও মোসা. সুফিয়া বেগমের ছেলে মো. আবু সুফিয়ান স্বপন (২৫), রাজশাহী মহানগর বোয়ালিয়া থানার ৯ নং ওয়ার্ডের হোসনিগঞ্জের মো. নফর শেখ ওরফে কাঠু মিস্ত্রি ও মৃত রাশিদা বেগমের ছেলে মো. সুজন শেখ (৪২) এবং রাজপাড়া থানার ৩ নং ওয়ার্ডের বিলসিমলা এলাকার মৃত জালাল উদ্দিন ও মোসা. রোশেনা বেগমের ছেলে মো. মমিন ওরফে মমিন (৫২)।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, রোববার ভোর ৭টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর বাজার এলাকায় এসআই মশিউর রহমানের নেতৃত্বে
ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ২টি মটরসাইকেলযোগে ৩ যুবক ওই এলাকা অতিক্রমকালে সন্দেহ হলে ডিবি পুলিশ তল্লাশির নিমিত্তে তাদের থামতে বলে। পরে মটরসাইকেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় সেটিং করা অবস্থায় ৩৫ হাজার টাকার মোট ৭০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ফেনসিডিল বহনের দায়ে কথিত ওই ৩ সাংবাদিককে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এফজেডএস মটরসাইকেলের মালিক আসামী মমিনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় রাজশাহী থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকা উত্তরবঙ্গ প্রতিদিনের সাংবাদিক পরিচয় দিয়ে ও মটরসাইকেলে প্রেস স্টিকার লাগিয়ে এর আগেও বিভিন্ন মাদক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নিয়ে গিয়ে বিক্রি করত। আর এজন্য মটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কায়দা করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি বাবুল।