ঢাকা (রাত ১:৪২) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক, অস্ত্র উদ্ধার

সিরাজগঞ্জের আমিরুল অস্ত্রসহ চাঁপাইনবাবগঞ্জে আটক

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বুধবার সকাল ১১:৫১, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের অস্ত্র ব্যবসায়ী আমিরুল আটক হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার দিবাগত রাতে তাকে অস্ত্র সহ শিবগঞ্জ উপজেলা থেকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

সিরাজগঞ্জের আমিরুল অস্ত্রসহ চাঁপাইনবাবগঞ্জে আটক

আটক অস্ত্র ব্যবসায়ী সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বাগবাড়ী এলাকার মৃত কাশেম মন্ডল ও মৃত জরিনা বেগমের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস  বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করা সংক্রান্ত বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টায় জেলার শিবগঞ্জ উপজেলার  কানসাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১টি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ আমিরুলকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অস্ত্র ব্যবসায়ী আমিরুল সিরাজগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় এসে বিভিন্ন সময়ে অস্ত্র সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় মামলা দায়ের করে আমিরুলকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT