ঢাকা (সকাল ৬:৪১) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শ্রীমঙ্গলে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার Clock শনিবার রাত ০৮:৩৪, ১৮ জুলাই, ২০২০

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরে অভিযান চালিয়ে ১শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

১৭ জুলাই শুক্রবার দিবাগত রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃআশরাফুজ্জামান (সার্কেল, শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এর সার্বিক তত্ত্বাবধানে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালেকের নেতৃত্বে এসআই মোহাম্মদ আলমগীর, এএসআই মোঃ সারোয়ার আলম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে শ্রীমঙ্গল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় শহরের পৌরসভাস্থ গুহ রোড এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবাসায়ী ডিলার জুনায়েদ আহমেদ চৌধুরী ওরফে জুনা (৪৪), কামিল আহমেদ চৌধুরী (৩৮) ও মাহমুদুল কবির (৪৪) নামে ৩ ইয়াবা কারবারি ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকমুক্ত শ্রীমঙ্গল গড়তে আমরা অভিযান পরিচালনা করে তাদের ৩ জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু করার পরে তাদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT