শেখ কামালের জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে নানা আয়োজন
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৫৬, ৫ আগস্ট, ২০২১
৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ,গাছের চারা বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মীর নাহিদ আহসান,জেলা প্রশাসক মৌলভীবাজার, মল্লিকা দে,স্থানীয় সরকার উপ পরিচালক, মৌলভীবাজার, তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মৌলভীবাজার, রুমানা ইয়াসমিন,অতিরিক্ত জেলা ম্যজিস্ট্র্যট,মেহেদি হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাবরিনা রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলভীবাজার, মোঃ আলাউদ্দিন উপ পরিচালক যুব উন্নয়ন,সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিভিন্ন ধরনের ফলজের চারা গাছ বিতরণ ও সামাজিক দুরত্ব বজায় রেখে জেলা প্রশাসক হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে শাহাদাত বরণ করেন।