ঢাকা (সকাল ১০:৪৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শিবচরে সড়ক দূর্ঘটনায় উদ্ধার করতে যেয়ে বাস চাপায় নিহত ৫

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock রবিবার বিকেল ০৫:৫০, ৩০ জানুয়ারী, ২০২২

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের বাঁচামারা এলাকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন এ ঘটনায়-২ জন আহত হন।
শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দূর্ঘটনাটি ঘটেছে। সন্ধায় প্রাইভেট কারটি পাচ্চর পেট্রোলপাম্প থেকে তৈল নিয়ে উল্টো পথে রওয়ানা করে। এ সময় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্রো-গ-৩১-১৪৫৫) ধাক্কা দেয়।
নিহতরা হলেন- প্রাইভেট কারের যাত্রী খলিল মাতুব্বর(৬৫)। এ ঘটনায় দুজন আহত হন। দূর্ঘটনার পর দুর্ঘটনা কবলিতের যাত্রীদের উদ্ধার করতে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় গোপালগঞ্জগামী যাত্রী বাহী গ্রামীন পরিবহনের বাসটি উদ্ধারকারীদের চাপা দেয়। ঘটনাস্থলে এলাকার ৩জন মারা যান।
এরা হলেন মোস্তফা শিকদার,(৫২) রোকেয়া বেগম(৪৫) ও ভ্যান চালক লিটু শরীফ(৫০)। এছাড়া অপর উদ্ধারকারী মোফাজ্জেল হোসেন খানকে(৫৫) ফরিদপুর নেয়ার পথে মারা গেছেন। মোফাজ্জেল হোসেন শিবচরের বাচামা গ্রামের লাল মোহাম্মদ খানের ছেলে। নিহতদের মধ্যে ৪ জনই শিবচরের বাচামারা ও মাদবরচর এলাকার পথচারী বলে শিবচর হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন জানান।
এদের মধ্য মোস্তফা শিকদার ও রোকেয়া বেগম একই বাড়ির।
এই দূর্ঘটনায় আহতরা হলেন – প্রাইভেট কারের চালক আশিকুর রহমান সেলিম (৫৩) ও তার মা রোকেয়া বেগম(৫৮)। এছাড়া ফারুক মাদবর গরুতর আহতাবস্থায় ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছেন। আহত ফারুক শিবচরের বাচামারা এলাকার কুটি মাদবরের ছেলে। ঘাতক গ্রামীন পরিবহনের বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক রয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিরাজ হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়েছি। ৫ জনের মৃত্যুর খবর পেলাম। নিহতদের একজন প্রাইভেট কারের এবং অপর ৩ জন স্থানীয় বাসিন্দা। স্থানীয় ৪ জনই দূর্ঘটনা কবলিতদের উদ্ধার করতে এগিয়ে আসে। প্রাইভেট কারের ২জন যাত্রী গুরুতর আহত রয়েছেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT