ঢাকা (রাত ৯:৪৯) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিবচরে একাডেমিক ভবন উদ্বোধন করলেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩২, ৩০ সেপ্টেম্বর, ২০২১

শিবচরে শেখ হাসিনা টেক্সটাইল কলেজের কাজ শুরু হয়েছে। নার্সিং ইনস্টিটিউটের কাজ চলমান আছে। আইএসটি ইনস্টিটিউট কাজ চলমান রয়েছে। এছাড়াও শিবচরে আইটি পার্কসহ বড় বড় প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা শিবচরে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষার সুব্যবস্থা পাবে।
শিবচরে বড় বড় প্রকল্পগুলোর কাজ চলমান শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার সুব্যবস্থা পাবে–চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচরের রাজারচর উচ্চ বিদ্যালয়ের নূর-ই-আলম চৌধুরী একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, সাধারণ সম্পাদক মোঃ খাইরুজ্জামান খান প্রমুখ।এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি আরো বলেন, এই করোনাকালীন সময়ে দেশব্যাপী বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে।

যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা মানুষের পাশে থেকে সেবা করেছেন এই করোনাকালীন সময়ে। এই করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে। তাই সকলে মাস্ক ব্যবহার করতে হবে। নিজে বাঁচতে হবে অন্যকে বাঁচার সুযোগ করে দিতে হবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT