শিবচরে প্রিজাইডিং কর্মকর্তা ও প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত
মীর এম ইমরান,মাদারীপুর বুধবার রাত ০১:১৪, ১৬ জুন, ২০২১
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচরে প্রথম ধাপে ১৩টি ইউনিয়নে নির্বাচন আগামী ২১জুন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেই লক্ষে ভোট গ্রহনকারি কর্মকর্তা ও প্রার্থীদের সাথে মত বিনিময় সভা করেন, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
মঙ্গলবার(১৫জুন) বিকালে উপজেলা চত্বরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রার্থীদের মতামত ও সমস্যার কথাকে গুরুত্বে দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন ড. রহিমা খাতুন।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুরের জেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান, শিবচর উপজেলা নির্বাচন অফিসার, র্যাব ও জেলা পুলিশের জেষ্ঠ্য কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে শত ভাগ অবাধ ও সুষ্ঠু করতে হবে। ইতি মধ্যেই আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচনের দিনে প্রত্যেকটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। এই নির্বাচন টি হবে একটি মডেল নির্বাচন।