ঢাকা (রাত ২:৩৮) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিক্ষার্থী হত্যা: জড়িতদের বিচারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

জাতীয় ২১৩০ বার পঠিত
রাজধানীর শাহবাগে নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ করেন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার দুপুর ০২:০৪, ২৯ জুলাই, ২০২৪

সারাদেশে শিক্ষার্থী হত্যার পেছনে দায়ী ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অবিলম্বে ক্যাম্পাস খুলে দেয়ারও দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ করেন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলির নির্দেশ দেউলিয়া রাষ্ট্রের লক্ষণ। প্রায় দুশো মানুষের মৃত্যু জুলাই হত্যাকান্ড বলে মন্তব্য করেন শিক্ষকরা। গুলির পর এখন বাড়ি বাড়ি গিয়ে ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গণগ্রেফতার চলছে। এগুলো বন্ধের দাবি জানান তারা।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের নয় দফা মেনে নিয়ে অবিলম্বে দেশের সব ক্যাম্পাস খুলে দেয়ার কথা বলেন বক্তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT