শাহজালাল তৃতীয় সেতুতে ষ্টীলের পরিবর্তে বাশঁ, ঝুঁকি নেই বললেন সওজ কর্মকর্তা
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ১০:১৫, ১০ ফেব্রুয়ারী, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সুরমা নদীর ওপর অবস্থিত শাহজালাল তৃতীয় সেতু মেরামতের কাজে স্টিলের পাটাতনের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে।
রোববার সিলেট সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকরা সেতুর জোড়ার ফাঁকা জায়গায় বাঁশ দিয়ে তার ওপর বিটুমিনের প্রলেপ দিয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে সেতু মেরামতের কাজে বাঁশ ব্যবহার একটি ক্ষণস্থায়ী সংস্কার কাজ। এতে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন সওজের দায়িত্বশীল কর্মকর্তারা। শ্রমিকরা জানান, অতিরিক্ত ভারি বালু ও পাথরবাহী ট্রাক এ সেতু দিয়ে চলাচল করায় সেতুর জোড়া থেকে স্টিলের পাত উঠে গিয়ে ফাঁকা হয়ে গেছে। স্টিলের পাত চুরি হয়ে যাওয়ায় পাটাতনের ফাঁকা জায়গায় বিটুমিন দিয়ে ভরাট করার জন্য স্টিলের পরিবর্তে বাঁশের ব্যবহার করা হয়েছে।
সেতুটির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-প্রকৌশলী মো. নূরুল মজিদ চৌধুরী বলেন, সেতুর জোড়ায় লোহার পাত দিয়ে লাগানো ক্লিপ ভেঙে যাওয়ায় তা চুরি হয়ে যায়। এজন্য ক্ষণস্থায়ী ব্যবস্থা হিসেবে বাঁশ দিয়ে বিটুমিন ঢেলে পিচ ঢালাই দেয়া হয়েছে।