ঢাকা (রাত ১২:১৬) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ায় দুইশতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock রবিবার বিকেল ০৫:১০, ২ জানুয়ারী, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুইশতাধীক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সূত্র জানায়, জেলা পরিষদের লোহাগড়াস্থ ডাকবাংলো চত্বরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কালের কণ্ঠ পত্রিকার শুভ সংঘ এর ব্যবস্থাপনায় রবিবার(২ জানুয়ারি) দুপুরে এ কম্বল বিতরণ করা হয়েছে।

লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান প্রধান অতিথি হিসাবে দুইশতাধীক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন।

এসময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার আজাদ রহমান, কালের কণ্ঠের নড়াইল প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তুহিন, লোহাগড়া পৌরসভার ০৩নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাহিদুর রহমান সাবু, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হোসেন, প্রভাষক মোঃ শরিফুল ইসলাম, শিক্ষক মোঃ লিটন রেজা, কালের কণ্ঠ শুভ সংঘের নড়াইল জেলা কমিটির প্রচার সম্পাদক গাজী মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা শেখ বুলবুল ইসলাম, তাজুল ইসলাম কুটি সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালের কণ্ঠের লোহাগড়া উপজেলা প্রতিনিধি এসকে,এমডি ইকবাল হাসান অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান তার বক্তব্যে বলেন, প্রচন্ড শীতে কম্বল দিয়ে দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ফলে মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছে।

কম্বল বিতরণ করায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, কালের কণ্ঠ পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান পৌর মেয়রসহ অতিথিরা। পৌর মেয়র আরো বলেন, বর্তমান পৌর পরিষদ ভোগান্তি ছাড়াই নাগরিকদের দ্রুত নানা সেবা দিচ্ছে। বিশেষ করে জন্মনিবন্ধন এর বিষয়ে নাগরিকরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। কোন রকম ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে নির্ধারিত ফি দিয়ে জন্মনিবন্ধন সনদ পাচ্ছেন নাগরিকরা।

ভবিষ্যতে বসুন্ধরা গ্রুপ কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখাসহ পরিধির আকার বাড়াবে করবে বলে অতিথিরা আশা প্রকাশ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT