লকডাউনে নামানো হতে পারে সেনাবাহিনী-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ডেক্স রিপোর্ট শনিবার রাত ০২:১৮, ২৬ জুন, ২০২১
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার (২৮ জুন) থেকে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে।
শুক্রবার (২৫ জুন) তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে একথা জানানোর পর রাতে গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, এবার এই সিদ্ধান্ত কঠোর ভাবে মানার জন্য মাঠে পুলিশ ও বিজিবি থাকবে। পাশাপাশি সেনাবাহিনীও থাকতে পারে বলেও জানান তিনি ।
এর আগে শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানায় তথ্য অধিদফতর।
লকডাউন চলাকালে জরুরি সেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।এসময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।
গতকাল সরকারকে দেশব্যাপী ১৪ দিনের জন্য ‘সম্পূর্ণ শাটডাউন’ করার পরামর্শ দেয় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।