ঢাকা (সকাল ১০:১৬) সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে গ্রেফতার ৬১৮

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock সোমবার রাত ০২:৫৭, ৫ জুলাই, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিনে রবিবার (৪ জুলাই) অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে রাজধানীতে ৬১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এছাড়া, এদিন ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৪৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে ৩ জুলাই (শনিবার) লকডাউনের তিন দিনে রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় যথাক্রমে ৫৫০, ৩২০ ও ৬২১ জনকে গ্রেফতার করে পুলিশ।

লকডাউনের প্রথম তিন দিনে দেশব্যাপী র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বৃহস্পতিবার ১৮২ জনকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা, ও শুক্রবার ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা ও তৃতীয় দিনে ২৭৭ জনকে ১ লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT