র্যাবের অভিযানে সিলেটে ৯৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃইবাদুর রহমান জাকির বৃহস্পতিবার রাত ০৮:৫১, ৯ জুলাই, ২০২০
সিলেট প্রতিনিধিঃ জৈন্তাপুরে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গত ৮ জুলাই র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) মেজর মোঃ শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর বাজার থেকে ২ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো গোয়াইনঘাট থানার উত্তর প্রতাপপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম এর ছেলে মো. শাহিন আলম (২২) ও একই থানার পান্তামায় গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. জামিল হোসেন (২৩)। এসময় তাদের হেফাজত হতে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হে সিলেটের জৈন্তাপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।