ঢাকা (দুপুর ১২:৫৮) শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রেললাইনের পাশ থেকে জাসদ নেতার মরদেহ উদ্ধার

রেললাইনের পাশ থেকে জাসদ নেতার মরদেহ উদ্ধার

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার দুপুর ০২:১৮, ১৪ ডিসেম্বর, ২০২১

রেললাইনের পাশ থেকে রংপুর জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ-সভাপতি শরিফুল ইসলামের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই জাসদ নেতার মরদেহ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।

নিহত শরিফুল কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার হক বাজারের মৃত হাছেন আলীর ছেলে। তিনি হারাগাছ পৌর জাসদের সভাপতি এবং রংপুর জেলা জাসদের সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি শরিফুল। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে শরিফুলকে শনাক্ত করেন।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদার রহমান জানান, সোমবার সন্ধ্যায় শরিফুলকে ওই রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। শরিফুলের মাথার অর্ধেক খুলি নেই। এছাড়া শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT