ঢাকা (রাত ১:০৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রাণীনগরে সাড়ে ৫শত কেজি ভিজিডির চাল উদ্ধার

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বুধবার দুপুর ০৩:৫১, ৩০ ডিসেম্বর, ২০২০

নওগাঁর রাণীনগরে দু:স্থ্যদের মাঝে বিতরনের জন্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর সাড়ে ৫শত কেজি ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘোষগ্রাম বাজারে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেন।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন,বুধবার সকাল থেকে গোনা ইউনিয়নে দু:স্থ্যদের মাঝে ভিজিডির চাল বিতরণ চলছিল। এসময় ভবানীপুর গ্রামের মৃত ফাজিল প্রামানিকের ছেলে হামিদুল ইসলাম ও হামিদুলের ছেলে মকলেছুর রহমান ঘোষগ্রাম বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর এসব চাল ক্রয় করে ঘরে মজুদ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘোষগ্রাম বাজারে অভিযান চালিয়ে হামিদুলের গুদাম ঘর থেকে সাড়ে ৫শত কেজি চাল উদ্ধার করা হয়।

তবে প্রসাশনের লোকজনের উপস্থিতি টের পেয়ে হামিদুল ও তার ছেলে পালিয়ে যায়। এঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার রাশেদুল ইসলাম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT