ঢাকা (রাত ৩:২৪) রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাণীনগরে উপ-নির্বাচন নিয়ে পুলিশ সুপারের ব্রিফিং

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বুধবার সন্ধ্যা ০৭:১৬, ৯ ডিসেম্বর, ২০২০

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী এমএ মান্নান (বিপিএম) নির্বাচনী ব্রিফিং করেছেন। বুধবার দুপুরে রাণীনগর থানায় এই ব্রিফিং করেন তিনি।

রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে দ্বায়িত্বরত পুলিশ,আনছারসহ সকল কর্মকর্তা ও সদস্যদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি। এসময় অতিরিক্ত পুলিশসুপার (ক্রাইম),অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), সহকারী পুলিশ সুপার মান্দা (সার্কেল),রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক,ডিএসবি,ডিবিসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার প্রকৌশলী এমএ মান্নান বলেন, নির্বাচন সম্পন্নরুপে অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে হবে। ভোটাররা যেন নির্বিগ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়ীতে পৌছতে পারেন এলক্ষে নির্বাচনে দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।

উল্লেখ্য,উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল গত ৮আগষ্ট পদত্যাগ করে জাতীয় সংসদ উপ-নির্বাচনে অংশ নেয়। এতে এই পদটি শুন্য ঘোষনা করে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোটগ্রহনের দিন ধার্য করে তফশীল ঘোষনা করে নির্বাচন কমিশন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT