রাজারহাটে ব্যবসায়ীদের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার
রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) মঙ্গলবার রাত ০৯:০৬, ২৫ আগস্ট, ২০২০
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সদর বাজারে এক চাল ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায়কে কেন্দ্র করে আজ মঙ্গলবার (২৫ আগস্ট ) রাজারহাট উপজেলা সদর বণিক সমিতি সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজারহাট উপজেলা সদর বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়। উল্লেখ্য, গত রবিবার রাজারহাট উপজেলা সদর বাজারে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে ইউএনও নূরে তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক চাল ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ঐদিন বিকেলে তাৎক্ষনিকভাবে চাল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেয় যা সোমবার পর্যন্ত অব্যাহত ছিল।
সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলা সদর বণিক সমিতির কার্যালয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় মঙ্গলবার (২৫ আগস্ট) ঔষধের দোকান ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা প্রতিবাদ সভা করবেন। রাতে বণিক সমিতির পক্ষ থেকে মাইকিং করে এ কর্মসুচী ঘোষণা করা হয়। সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঔষধের দোকান ব্যতিত প্রায় সকল দোকান পাঠ বন্ধ ছিল। পরে রাজারহাট বণিক সমিতির নেতৃিবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের আলোচনায় শর্ত সাপেক্ষে তাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুনুর মোঃ আক্তারুজ্জামান।