ঢাকা (রাত ১:৫৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


রাজনগরে জাল টাকা সহ রকিব আলি আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:৫৪, ২৯ মার্চ, ২০২০

মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজারঃ   পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম(বার)এর  নির্দেশনায় এবং  জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ এস, আই (নিঃ) কাজী আরিফ আহমেদ এ, এস, আই (নিঃ) আকতার হোসেন এ, এস, আই (নিঃ) মুকুন্দ দেববর্মা কং/৯৬ কর্নমনি দাস কং/৫৮২ তাকলিম হোসেন সহ বিশেষ অভিযান চালিয়ে  অদ্য ২৯/০৩/২০খ্রিঃ সময় দুপুর ১২ ঘটিকার  সময় রাজনগর থানাধীন ৭ নং কামারচাক ইউনিয়নের  বটরবাজার হইতে  আসামী রকিব আলিকে  আটক করে পুলিশ। রকিব আলি  মৃত- রইচ আলীর ছেলে  সাং- চাটি মেলাঘর, থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার -কে এগারোটি একহাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়। তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT