ঢাকা (রাত ৯:০৯) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

যুবককে অচেতন করে গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা

যুবককে অচেতন করে গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৫:৩৬, ২৯ অক্টোবর, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের চৌধুরী বাড়ীর সুপারি বাগানে নিয়ে শাকিল (২২) নামে এক যুবককে গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে।
সোমবার রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শাকিল ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবু সুফিয়ানের ছেলে । সে পেশায় একজন আটোচালক।

এলাকাবাসী জানান, সোমবার রাত ১০টার দিকে একদল দুর্বৃত্তরা শাকিলকে ভোলার খেয়াঘাট এলাকা থেকে কোমল পানীর সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে সাচড়া ইউনিয়নে নিয়ে আসে। পরে তারা শাকিলকে মারার উদ্দেশ্যে ওই এলকার চৌধূরী বাড়ির নির্জন সুপারির বাগানে নিয়ে যায়। দুর্বৃত্তরা তার গলার রশি পেঁচানোর সময় শাকিলের চেতনা ফিরে আসে।এ সময় তার আত্মচিৎকারে সুপারি বাগানের পাহারাদার স্থানীয় বাসিন্দা মান্নান গাজী এবং নুরনবী তাকে মূমূর্ষ অবস্থা উদ্ধার করে।

এ সময় স্থাানীয় সাংবাদকর্মীদের খবর দেয়, সাংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে থানায় খবর দিলে এসআই শফিকুলের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোরহানউদ্দিন থানার ডিউটি অফিসার এএসআই বশির এবং উদ্বারকারী এসআই শফিকুল ইসলাম জানান, রাতেই তার অভিভাবকদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT