যশোরে গণসংযোগকালে নৌকার প্রার্থী হৃদরোগে আক্রান্ত
মোরশেদ আলম,যশোর সোমবার রাত ০২:৫২, ১৯ অক্টোবর, ২০২০
হৃদরোগে আক্রান্ত হয়েছেন যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নুরজাহান ইসলাম নীরা।
রোববার সন্ধ্যায় দেয়াড়া ইউনিয়নে এক নির্বাচনী সমাবেশ শেষে শহরে ফিরে আসার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নেয়া হয়। কিন্তু, অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনায় স্থানান্তর করেন,সাথে সাথে তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়েছে।
দলীয় নেতাকর্মীরা জানান, রোববার সদর উপজেলার উপনির্বাচনের প্রচারণার শেষ দিনে নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা দিনভর বিভিন্নস্থানে প্রচারণা চালান। এসময় তিনি গণসংযোগ ছাড়াও নানা পথসভায় বক্তৃতা করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়জনে এক পথসভায় বক্তৃতা শেষে শহরে ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করেন। সেখানে ডাক্তাররা জানান, নুরজাহান ইসলাম নীরা হৃদরোগে আক্রান্ত হয়েছেন।জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস্ জানান, নুরজাহান ইসলাম নীরার শরীর দুর্বল হয়ে পড়েছে। এজন্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এজন্যে তাকে করোনারি কেয়ার ইউনিটে প্রেরণ করা হয়েছে।হাসপাতালের কার্ডিওলজি এন্ড সিসিইউ বিভাগের সহকারী অধ্যাপক কাজল কান্তি দাঁ জানান, রোগীর প্রথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে হৃদরোগ শনাক্ত হয়েছে। অশংকাজনক হওয়ায় নুরজাহান ইসলাম নীরাকে খুলনায় রেফার করা হয়েছে।যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান, সদর উপজেলার উপনির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা সারাদিন বিভিন্ন স্থানে দলীয় কার্যক্রম চালিয়েছেন।
নুরজাহান ইসলাম নীরা প্রার্থী হওয়ায় তার ওপর চাপ পড়েছে বেশি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০-১১টি পথসভায় বক্তৃতা করতে হয়েছে প্রার্থীকে। দেয়াড়ার একটি সমাবেশে অসুস্থ হওয়ার খবর পাওয়ামাত্রই সকল নেতাকর্মী হাসপাতালে ছুটে এসেছেন। জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠন নৌকার বিজয় নিশ্চিত না করা পর্যন্ত মাঠে কাজ করবে। তিনিসহ সকল নেতাকর্মী নুরজাহান ইসলাম নীরার দ্রত সুস্থতা কামনা করেছেন।