ঢাকা (দুপুর ১২:৩৫) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান Meghna News চাঁপাইনবাবগঞ্জে আবারো মারা গেছে মাদ্রাসা ছাত্র Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিএনপির সাবেক এমপির’র বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত

মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock বৃহস্পতিবার রাত ১০:০৯, ২৯ জুলাই, ২০২১

মৌলভীবাজার পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ১৫৪ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৭৭ টাকা ৬৩ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা বোর্ড রুমে দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ বাজেট ঘোষণা করেন পৌরমেয়র মো. ফজলুর রহমান।

(২৯ জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাজেট বক্তব্যে মেয়র জানান, ১০ কোটি ৮৫ লাখ টাকা ঋণ থাকা অবস্থায় আমি মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব ভার গ্রহণ করেছিলাম।পরে কয়েক ধাপে পৌরসভার আয় দিয়ে আমি তা পরিশোধ করেছি।

এ সময় তিনি মৌলভীবাজার পৌরসভার চলমান নানা উন্নয়ন মুলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং পৌরসভাকে আধুনিকায়ন ও সৌন্দর্যমণ্ডিত করার লক্ষ্যে তিনি নানা উদ্যোগ ও পরিকল্পনার বিষয় জানান।

বাজেট বক্তব্য কালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ, নাহিদ আহমদ, সৈয়দ সেলিম হক, পার্থ সারথী পাল, নারী কাউন্সিলর মিসেস নাজমা বেগম, মিসেস জাহানারা বেগম, মিসেস জিম্মি আক্তার সহ পৌর কর্মকর্তারা। এছাড়াও এসময় মৌলভীবাজার জেলার বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা বিলম্বের কারণ হিসেবে মেয়র বলেন, করোনা মহামারী সংক্রমনের প্রার্দুভাবে বাজেট ঘোষণা করতে বিলম্ব হয়েছে।এজন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এ কারণেই চলমান বাজেট সীমিত করা হয়েছে।

মেয়র আরও বলেন, পৌর নাগরিকগনের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা দেয়ার দিকে লক্ষ্য রেখেই এ বাজেট আনয়ন করা হয়েছে।

তিনি বলেন, মৌলভীবাজার শহরকে আধুনিকায়ন ও সৌন্দর্য্য বর্ধনের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্প কাজ চলমান রয়েছে, আরও কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT