ঢাকা (সকাল ১০:২৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মৌলভীবাজার জেলা আ:লীগের সহসভাপতিকে দাফন করা হলো খিলগাঁও কবরস্থানে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৮:৪৫, ১৫ এপ্রিল, ২০২০

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ  মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মিনিবাস মালিক সমিতি চেয়ারম্যান সৈয়দ মফচ্ছিল আলীকে ঢাকার খিলগাঁওয়ে দাফন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় গুলশানের বাসার সম্মুখে সল্পপরিসরে জানাযার নামাজ অনুষ্টিত হয়। তবে পরিবারের কোনো সদস্যরা জানাযায় উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুর পর মৃত ব্যক্তির আলামত উদ্ধার করে চিকিৎসকরা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এ পাঠালে মঙ্গলবার করোনা পজিটিভি শনাক্ত করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো  ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ ভাই-বোন, সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন একমাত্র ছেলে ব্যারিস্টার সৈয়দ নাসিফ আলী হাইকোর্টে আইনপেশায় যুক্ত আছেন। তার গ্রামের বাড়ি শহরতলীর ঢেউপাশা গ্রামে। মৌলভীবাজার শহরের ইসলামবাগ (মোস্তফাপুর) এলাকায় তার বাসা ছিলো সেখানে তিনি  বসবাস করতেন।
এছাড়া রাজধানীর গুলশানেও বসবাস করতেন সৈয়দ মফচ্ছিল আলী। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। সৈয়দ মফচ্ছিল আলী রাজনৈতিক জীবনে মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
তাছাড়া তিনি জেলা ও জেলার বাহিরে শ্রমিক সংগঠনসহ প্রায় ৮০টি সংগঠনের উপদেষ্টা, সভাপতি এবং সম্পাদক পদসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন ত্যাগী আওয়ামী লীগ নেতা এবং পরিবহন নেতা।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT