ঢাকা (রাত ১২:১৪) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মৌলভীবাজারে ১৮ জন সাংবাদিক পেলো প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের প্রনোদনার চেক

মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার Clock বৃহস্পতিবার রাত ১০:৪৯, ২৭ আগস্ট, ২০২০

মৌলভীবাবাজারে করোনা কালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তায় তহবিল থেকে চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এই চেক সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি অশুক দাস, সাধারণ সম্পাদক পান্না দত্তসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরাণিত করতে সাংবাদিকদের আহবান জানান।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘প্রধানমন্ত্রী করোনাকালীন পরিস্থিতি মোকাবেলার পাশাপশি সব সেক্টরের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের প্রণোদনা দেয়া হচ্ছে’।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকদের লিখনির মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র ফুটে উঠে’।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় করোনা দূর্যোগ মোকাবেলা করে সমানতালে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আর সেই চিত্রই সাংবাদিকরা দেশের সাধারণ মানুষের মাঝে পৌছে দিচ্ছেন’।

চেক হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন সালাউদ্দিন ইবনে শিহাব। অনুষ্ঠানে ১৮ জন সাংবাদিকের মধ্যে চেক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য এর পূর্বে আরও ১৫ জন এই চেক পান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT