ঢাকা (ভোর ৫:১৯) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মৌলভীবাজারে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত

মৌলভীবাজারে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৯:৫৭, ১১ নভেম্বর, ২০১৯

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভূক্তির এম.সি.কিউ পরীক্ষার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা বার শাখা।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এই শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরিন্দম দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন- শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদের জেলা সহ-সভাপতি সৈয়দ বদরুল হক টিটু, সদস্য মেহেদী হাসান, আব্দুল কাইয়ূম, তানিয়া আক্তার ও রিপার আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন “বার কাউন্সিল প্রতিবছর দুই বার এম.সি.কিউ পরীক্ষা নেওয়ার কথা থাকলেও ২০১৭ সালের পর আর কোন পরীক্ষা নেয়নি। আগামী ২২ নভেম্বর বার কাউন্সিলের পরীক্ষা হওয়ার কথা থাকলেও সে ব্যাপারে বার কাউন্সিলকে কোন প্রদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। অতিদ্রুত বার কাউন্সিল পরীক্ষা না নিলে শিক্ষানবীশ আইনজীবীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন”।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা বারের সদস্য বৃন্দ। সারাদেশেও শিক্ষানবীশ আইনজীবীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দাবী জানায়ে আসছেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT