মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত
নিজস্ব প্রতিনিধি সোমবার দুপুর ০৩:০১, ৭ অক্টোবর, ২০১৯
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমী নানা কর্মসূচি গ্রহন করেছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শিশু অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে এক র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মো:ফারুক আহমেদ পিপিএম(বার), জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিনসহ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালীতে অংশ গ্রহন করেন।
১০ অক্টোবর এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ উপলক্ষে সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।