ঢাকা (সকাল ৮:২১) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

মৌলভীবাজারে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার বুলু নিহত

নিহত বুলু
নিহত বুলু



মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজারঃ   মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নে পুলিশের সাথে ’বন্দুক যুদ্ধে’ ডাকাত সর্দার বুলু মিয়া (৪০) নিহত হয়েছে। এঘটনায় ৫ পুলিশ আহত হয়েছেন আটক করা হয়েছে দজনকে।শনিবার (২৯ ফেব্রুয়ারি ) ভোরে কাগাবালা ইউনিয়নের বোরতল গ্রামে এ ঘটনাটি ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন এসআই কোরবান আলী,কনষ্টেবল নিলয় পাল,সুরঞ্জিত রায়,নিরুপম পাল।ঘটনাস্থল থেকে বন্ধুক ও বন্দুকের গুলি,ও দুটি সিএনজি সহ ডাকাতি মালামাল ও ডাকাতদের ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, সিলেটের বিয়ানিবাজার আঙ্গুরা গ্রামের আব্দুল বারীর ছেলে লাল মিয়া (৪৫) মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরি গ্রামের হায়দর মিয়ার ছেলে আফজাল মিয়া (২৮)।

মৌলভীবাজার জেলার অতিরিক্তি পুলিশ সুপার ( সদর সার্কেল) মোহাম্মদ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান গভীর রাতে ১০/১২ জনের একটি ডাকাতদল নাজিরাবাদ ইউনিয়নের কমলা কলস গ্রামের ছালেক মিয়ার বাড়ি থেকে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাগাবালা ইউনিয়নের বোরতলা গ্রামের প্রাইমারি স্কুলের সম্মুখে ডাকাতের গতিরোধ করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে একপর্যায়ে পুলিশ গুলি করলে ডাকাত সরদার বুলু ঘটনাস্থলেই নিহত হয়। এসময় দুইজনকে আটক করা হয় বাকিরা পালিয়ে যায়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT