ঢাকা (বিকাল ৫:৫২) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মৌলভীবাজারে সিএনজি চালক ও জাদুশিল্পীর আত্মহত্যা

মোঃজাকির হোসেন,মৌলভীবাজার মোঃজাকির হোসেন,মৌলভীবাজার Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:১০, ১৭ আগস্ট, ২০২১

মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের গয়ঘর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে সিএনজি চালক ও জাদুশিল্পী সুমন ১৬/৮/২১ ইং সোমবার দিবাগত রাতে পরিবারের অজান্তে তার নিজ শয়ং কক্ষে এসে দড়ি দিয়ে গলায় ফাস লাগানোর প্রস্তুুতি মুহূর্তে সে তার আইডি থেকে লাইভে আসে। লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়ে বলে (আমি মরার লাগি কেউ দায়ী নায় আফনারা আমারে মাফ করি দিবা আর আমার পরিবারের সবাইকে আফনারা দেখেশুনে রাকবা)এই কথা বলে এক পর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অনেক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরেও যখন নিজ কক্ষে সুমনের কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিলনা তখন পরিবারের সদস্যরা তার শয়ন কক্ষে গিয়ে দেখতে পান সুমন ঘরের তীরের সঙ্গে ঝুলে আছেন তখনই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন,জমি জমা নিয়ে তার মায়ের সাথে  অভিমান করে পরিবারের সবার অজান্তে নিজ কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরো জানান,মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT