মৌলভীবাজারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার রাত ১০:৪৪, ১০ ডিসেম্বর, ২০১৯
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা এ স্লগানকে মৌলভীবাজারের আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়,ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বক্তব্য রাখেন, এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল ডা. রোকশানা অহি রাহি, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি ও মানুষের অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট নিয়ামুল হক প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন মানুষের অধিকার ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ সহ আরো অন্যান্যরা।