ঢাকা (রাত ৮:৩৫) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মেট্রোরেলে চড়া যাবে ২০২২ সালের বিজয় দিবসে

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock রবিবার সন্ধ্যা ০৬:৫৩, ১২ ডিসেম্বর, ২০২১

২০২২ সালের বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) জনসাধারণের জন্য মেট্রোরেল চালু করা হবে।

রবিবার (১২ ডিসেম্বর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ কথা জানান।

তিনি বলেন, “আগামী বছরের জানুয়ারিতে মতিঝিল পর্যন্ত সড়কের কাজ শেষ হয়ে যাবে।”

এদিকে, রবিবার প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে।

পরীক্ষামূলক চলাচলের অংশ হিসেবে সকাল ১০টার দিকে আগারগাঁও স্টেশনে এসে থামে মেট্রোরেল। সেখানে ৪০ মিনিট অবস্থান করার পর উত্তরায় ফিরে যায় ট্রেনটি।

সংশ্লিষ্টরা জানান, মেট্রোরেলের প্রতিটি কোচ ৪৮ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন। এছাড়া, মাঝখানের চারটি মোটর কার কোচে ৫৪ জন করে মোট ৩০৬ জন এতে একসঙ্গে বসতে পারবেন।

উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটার পথ ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। মেট্রোরেলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে আশা করা হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT