মেঘনায় দিনেদুপুরে মোটরসাইকেল ছিনতাই, ছিনতাইকারী সনাক্ত, মোটরসাইকেল উদ্ধার
Alauddin Islam রবিবার সকাল ১০:৪৮, ২৮ মে, ২০১৭
গতকাল ২৭•০৫•২০১৭ শনিবার মেঘনা উপজেলার লুটেরচর ও ভাওরখোলা ইউনিয়নের মাঝামাঝি ওমরা কান্দা ব্রিজের উপর আমাদের মেঘনা নিউজের একজন প্রতিবেদক জুয়েল খান তার বোনদের নিয়ে ঘুরতে গিয়েছিল ঘুরবার একসময় এই ছিনতাই কারিরা আসে এবং ওদের সাথে খারাপ আচরণ করে জুয়েল খান কাউকে ফোন দিতে গেলে ওর হাত থেকে মোবাইল নিয়ে নেয়, ও কিছু বলতে গেলে ওর উপর হাত তুলে পরে ওর মোটরসাইকেল মেয়েদের গলার স্বর্ণের চেইন মেয়েদের ব্যাগ ও মানি ব্যাগ সহ সব নিয়ে চলে যায়, পরে বিষয়টা জানাজানি হলে ওদের খুজ নিলে দেখা যায় ওরা ভাওর খোলা ইউনিয়নের, ভাওরখেলা ও বৈদ্ধনাথপুর গ্রামের, ওদের খুঁজতে গেলে মোটরসাইকেলটি পাওয়া যায় কিন্তু ওদের পাওয়া যায়নি, এলাকাবাসী জানায় ওরা আরও অনেক খারাপ কাজের সাথে জড়িত এবং এমন ছিনতাই আরও করেছে ওরা মাদক বিক্রি করে সবাই ওদের শাস্তির দাবী জানান ওরা হলো বিডিয়ারের ছেলে তপন ও সুর্যপাগলার ছেলে রাজু ও তার দলবল, এই বিষয়ে মেঘনা থানাতে একটা মামলা হয়েছে । আমরা চাই ওদের এমন শাস্তি হোক যাতে করে মেঘনার আর কোন ছেলে এই রাস্তায় পা বাড়াতে না পারে।এলাকাবাসী প্রশাসনের কাছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছে।
তারিখঃ ২৮•০৫•২০১৭